Search
Close this search box.
Search
Close this search box.

পয়সা দিয়ে ৬৩তলা ভবন

এখানেই ভাগ্যবিশ্বাসী মানুষেরা পয়সা নিক্ষেপ করে

chardike-ad

ডেস্ক রিপোর্টঃ সিউলের ছংগেচ্ছং(টুরিস্ট এলাকা) এ মানুষের দেওয়া পয়সাগুলো জমা করলে ৬৩তলা ভবনের চাইতেও উঁচু হবে। সিউল সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।ছংগেচ্ছংযে ঘুরতে গেলে “ভাগ্যের পয়সা” হিসেবে অনেকেই ইচ্ছেমত পয়সা ছুডে মারে।এসব পয়সা সিউল সিটি কর্তৃপক্ষ বিভিন্ন সামাজিক এবং সেচ্ছাসেবী প্রতিষ্টানকে জনকল্যানে ব্যয়ের জন্য দিয়ে দেয়।জানা যায় ২০০৫সাল থেকে এই পর্যন্ত মানুষের দেওয়া এসব পয়সার পরিমাণ ১২লাখের ও বেশি যা টাকায় হিসেব করলে প্রায় ৫৭লাখ ৩৮হাজার টাকা। ২০০৫সাল থেকে এই কার্যক্রম শুরু হলেও মুলত ২০১০সালে সিউল সিটি কর্তৃপক্ষ ছংগেচ্ছংযে বিভিন্ন ভাষায় “লাকি পেনি”র ফলক দেওয়ার ফলে ভালভাবে প্রচারণা পাওয়া শুরু করে। এর মধ্যে ৬২টি দেশের ৩৮৩৯ টি কয়েন পাওয়া গেছে যেগুলো ইউনেস্কো কোরিয়াকে দান করে দেওয়া হয়েছে। (দুংআ ইলবু অবলম্বনে)