Search
Close this search box.
Search
Close this search box.

বর্ণবিরোধী আইন পাস হতে যাচ্ছে কোরিয়ায়

ডেস্ক রিপোর্টঃ কোরিয়ান সরকার সকল ধরনের বর্ণবৈষম্য দূর করতে আইন তৈরী করেছে।ক্রমবর্ধমান বিদেশীদের বর্ণবৈষম্য থেকে বাচাঁতে তৈরীকৃত এই আইন আসন্ন ১৯তম ন্যাশনাল এসেম্বলীতে পাস হতে পারে। বিচার মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে দি মিনিস্ট্রি অব স্ট্র্যাটেজি এন্ড ফাইনান্স এই আইন তৈরী করেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন “কোরিয়া আদি থেকে বর্ণবিরোধী দেশ। কিন্তু বর্ণবৈষম্য সম্প্রতি বৃদ্ধি পাওয়া শুরু করেছে যার মুল কারণ বিদেশ থেকে বিপুল পরিমাণ শ্রমিক আনা যেটা কোরিয়ানরা চান না।” তিনি আরো বলেন “সম্প্রতি চীনসহ অন্যান্য দক্ষিণ পুর্ব এশিয়ার দেশ থেকে প্রচুর পরিমাণ নারী কোরিয়ানদের বিয়ে করে কোরিয়ান নাগরিকত্ব নিচ্ছেন যার ফলে কোরিয়া একটি মাল্টিকালচাল দেশ হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে কোরিয়াতে ১৪লাখ বিদেশী বসবাস করছে যার মধ্যে প্রায় ২লাখ ১০হাজার নারী কোরিয়ানদের বিয়ে করে কোরিয়ায় এসেছেন। এশিয়ার অর্থনীতিতে নেতৃত্ব দিতে হলে বিদেশী বন্ধুদের সবসময় বৈষম্যের হাত থেকে বাচিয়ে বন্ধুর হাত বাড়াতে হবে যেটা বিদেশে কোরিয়ার ভাবমুর্তি উজ্জ্বল করবে।”
আমেরিকা, ইংল্যান্ড, জার্মানীসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আইন আছে। সম্প্রতি নির্বাচনে সেনুরি পার্টি থেকে ফিলিপিনি বংশোদ্ভুত জেসমিন লি জয়লাভ করার পরে সোশাল নেটওয়ার্কে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরণের বৈষম্যমুলক আচরণ করেন কোরিয়ানরা এবং তার একমাত্র কারণ হল তিনি কোরিয়ান না।এই ঘটনা ব্যাপক সমালোচিত হয়। এই আইন হলে এইসব বর্ণবৈষম্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে আশা করছেন সংশ্লিষ্টরা।