Search
Close this search box.
Search
Close this search box.

সিউলের রাস্তায় সিগারেট ফেললে ৩০হাজার উওন জরিমানা

 

chardike-ad

সিউলমেট্রো অবলম্বনেঃ এখন থেকে সিউলে সিগারেট খেয়ে অবশিষ্টাংশ রাস্তায় ফেললে ৩০হাজার উওন জরিমানা করা হবে। “মেকিং সিউল ক্লিন” প্রচারণার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সিউল কর্তৃপক্ষ। সিউলের ঘনবসতিপুর্ণ এলাকা, পার্ক, বাস স্টেশন এবং যেসব এলাকায় মানুষজনের আনাগোনা বেশি সেসব এলাকায় পোস্টার, রেডিও অনুষ্টান, বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজ করবে বলে জানিয়েছে সিউল কর্তৃপক্ষ। সিউল সিটির একজন গুরুত্বপুর্ণ কর্মকর্তা বলেছেন “সিউলকে বিশ্বের প্রথম সারির একটি শহর হিসেবে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সিউলকে পরিস্কার রাখার জন্য টিভি বিজ্ঞাপন, পোস্টারসহ বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছি।”