Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে আগামীকাল (শুক্রবার) বাস ধর্মঘট


ডেস্ক রিপোর্টঃ শুক্রবার ভোর ৪টা থেকে ধর্মঘট পালন করবে সিউল বাসচালক ইউনিয়ন। কয়েকদিন আগেই তারা এই ঘোষনা দিলেও সরকারের কাছ থেকে কোন আশানুরুপ সাড়া না পাওয়ায় ধর্মঘট করার সিদ্ধান্তে অটল রয়েছে ইউনিয়ন। সম্প্রতি সিউলের বাস এবং সাবওয়ের ভাড়া বৃদ্ধি করেছে সরকার। প্রায় সব পরিবহনেই ১৫০ উওন বৃদ্ধি করলেও বেতন বাড়েনি চালকদের। বেতন বৃদ্ধির জন্য সরকারকে চাপের মুখে রাখলেও শেষ পর্যন্ত কোন সমাধানে আসতে না পারায় ধর্মঘটের ডাক দিয়েছে বাসচালক ইউনিয়ন।গত সপ্তাহে ধর্মঘটের পক্ষে বিপক্ষে ভোট নেওয়া হয়।এতে ইউনিয়নের ১৬হাজার ৩৭৯জন সদস্যের মধ্যে ১৪হাজার ৭৪ জন ধর্মঘটের পক্ষে ভোট প্রদান করেছে। ৯.৫% বেতন বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট বন্ধের জন্য এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। তবে বৃহস্পতিবার পর্যন্ত সরকার দাবি মেনে না নিলে ধর্মঘটে ভোগান্তিতে পড়বে সাধারন জনগণ।