Search
Close this search box.
Search
Close this search box.

আগুনে পুড়ে গেছে কোরিয়ার প্রাচীন বৌদ্ধমন্দির

কোরিয়ার প্রাচীন নেজাং মন্দির (ছবিঃ ইউনহাপ)
কোরিয়ার প্রাচীন বৌদ্ধমন্দিরগুলোর একটি নেজাং মন্দির আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। উত্তর জল্লা প্রদেশের জংউপ শহরে অবস্থিত নেজাং মন্দিরে গতকাল রাত ২টার দিকে আগুন লাগে এবং মুল ভবন ভস্মীভূত হয়ে যায়।মন্দিরে ১০জন বৌদ্ধ ভিক্ষু বসবাস বসবাস করলেও মন্দিরের পাশে আলাদা একটি বাড়িতে থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি। পুলিশ আগুনের উৎস খুজাঁর চেষ্টা করছে। কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঐতিহ্যবাহী প্রাচীন এই মন্দিরটি ৬৩৬ সালে প্রথম নির্মিত হয়। দুই কোরিয়ার যুদ্ধে এই মন্দির আগুনে পুড়ে যাওয়ার পর ১৯৫৮ সালে পুননির্মাণ করা হয়।

(ইউনহাপ অবলম্বনে)

chardike-ad