Search
Close this search box.
Search
Close this search box.

নভেম্বরেই শীতের হানা

আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছে একজন কোরিয়ান। ছবিঃ ইউনহাপ
ডেস্ক রিপোর্টঃ সাধারণত ডিসেম্বরে শীতের মৌসুম শুরু হলেও সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বরেই শীত শুরু হয়ে যায়। কোরিয়াতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরতকাল হলেও তা বাংলাদেশের মত শরতকাল নয়। নভেম্বরের শুরুতেই বাংলাদেশের শীতকালের মতই শীত পড়া শুরু হয়। গত কয়েকদিন থেকেই সন্ধ্যার পর তাপমাত্রা মাইনাসে নেমে যেতে দেখা যায়। তাছাড়া বৃষ্টির কারণে শীতের প্রকোপটা আরো বেড়ে যায়।

আগামীকালের আবহাওয়া পুর্বাভাস অনুযায়ী পুরো কোরিয়াজুড়ে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তাপমাত্রাও রাতের বেলায় মাইনাসে নেমে যাতে পারে এবং গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে।

আবহাওয়ার পরিবর্তনের সময় স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপুর্ণ। কোরিয়ায় সাধারণত কারখানাগুলোতে হিটারের ব্যবস্থা থাকে। যারা কারখানার বাইরে কাজ করেন তাদের মোটা শীতের পোষাক ছাড়াও সর্দিজ্বর, শ্বাসকষ্ট ও কাশি থেকে রক্ষা পেতে অতিরিক্ত যত্ন নেওয়া দরকার।

chardike-ad