Search
Close this search box.
Search
Close this search box.

মার্গারেটের পর নতুন আয়রন লেডি পার্ক!

অনলাইন প্রতিবেদক, ১৭ এপ্রিল, ২০১৩:

মার্গারেট থ্যাচারের মৃত্যুর পর কোরিয়ার প্রেসিডেন্ট পার্কই হতে যাচ্ছেন নতুন আয়রন লেডি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়। গত সোমবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয় “পার্কের মা মারা যান গুপ্তঘাতকদের হাতে। তার পিতা, কমিউনিস্ট-বিরোধী একনায়ক পার্ক-জংহিও মারা যান একইভাবে এবং পার্ক নিজেও প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পরও বেঁচে যান। কোরিয়ার প্রথম এই নারী প্রেসিডেন্টের জীবন যে অনেক কষ্টে, শোকে কেটেছে সে ব্যাপারে কারো দ্বিমত নেই। সেই শোক আর কষ্ট তাকে আজ একজন শক্ত হ্নদয়ের নেতা বানিয়েছে”।

chardike-ad

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয় সে তার মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ পদে এবং প্রেসিডেন্সিয়াল স্টাফ পদে সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। পার্ক সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়া নমনীয় না হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়া কোনভাবেই ছাড় দিবেনা”।

মূলত মার্গারেট থ্যাচারের মত পার্কের কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিকতার কারণেই পার্ককে মার্গারেট থ্যাচারের সাথে তুলনা করেছে পত্রিকাটি।