Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বাংলা টেলিগ্রাফ পরিবারের সৌজন্য সাক্ষাত

অনলাইন প্রতিবেদক, ৮ জুলাই ২০১৩:

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবিরের সাথে বাংলা টেলিগ্রাফ পরিবারের এক সৌজন্য সাক্ষাত আজ সিউলে বাংলাদেশ দূতাবাসে অনুষ্টিত হয়। সাক্ষাতকালে বাংলা টেলিগ্রাফের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। এ সময় বাংলা টেলিগ্রাফের বিভিন্ন কার্যক্রমের কথা রাষ্ট্রদূত মনযোগ সহকারে শুনেন।

chardike-ad

ambshahidবাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবির বাংলা টেলিগ্রাফের কার্যক্রমের প্রশংসা করে বলেন ‘কোরিয়ায় অবস্থানরত প্রবাসীদের কল্যাণে বাংলা টেলিগ্রাফ যেভাবে কাজ করছে তা যেন অব্যাহত থাকে’। তিনি বাংলাদেশের ইতিবাচক সংবাদগুলো তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন ‘প্রবাসীরাই বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করতে পারে। কোরিয়ায় প্রবাসীদের কার্যক্রমই কোরিয়ায় বাংলাদেশের সুনাম বয়ে আনবে’।

এসময় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর সৈয়দ নাসির এরশাদ এবং খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন। বাংলা টেলিগ্রাফ পরিবারের পক্ষ থেকে বাংলা টেলিগ্রাফের উপদেষ্টা এম এন ইসলাম, সম্পাদক সরওয়ার কামাল এবং এলান খান চৌধুরী উপস্থিত ছিলেন।