Search
Close this search box.
Search
Close this search box.

সিউল সিটি প্লাজার আইস রিংকে স্কেটিং এর সুযোগ

অনলাইন প্রতিবেদক, ২৪ ডিসেম্বর ২০১৩, সিউল:

সিটি হল সংলগ্ন সিউল প্লাজার আইস রিঙ্কটি গত সোমবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত এটি খোলা থাকবে বলে নগর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

chardike-ad

1536588_image2_1বিশুদ্ধ বাতাসে স্কেটিংয়ের পাশাপাশি দর্শনার্থীরা এখানে তুষারপাতও উপভোগ করতে পারবেন। রবি থেকে বৃহস্পতি সকাল দশটা-রাত সাড়ে নয়টা এবং শুক্র, শনি বা অন্যান্য ছুটির দিনে সকাল দশটা-রাত এগারোটা পর্যন্ত আইস রিঙ্ক উন্মুক্ত থাকবে। স্কেটিং সুবিধাসহ প্রতি ঘণ্টায় খরচ পড়বে এক হাজার উওন।

যেভাবে যাবেনঃ সাবওয়ে লাইন ১- সিটি হল স্টেশন (এক্সিট ৬) অথবা সাবওয়ে লাইন ৫- খুয়াংহোয়ামুন স্টেশন (এক্সিট ৫) অথবা সাবওয়ে লাইন ২- ওলজিরু ১গা স্টেশন(এক্সিট ১ এবং ৮) এর যেকোন একটিতে নামলেই সিটি হল পেয়ে যাবেন।