Search
Close this search box.
Search
Close this search box.

অস্কারে সেরা ছবি `টুয়েলভ ইয়ারস আ স্লেভ'

সিউল, ৩ মার্চ, ২০১৩:

অপেক্ষার পালা শেষে ৮৬তম অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার সেরা ছবির পুরস্কার জিতেছে টুয়েলভ ইয়ারস আ স্লেভ। গ্র্যাভিটির জন্য সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। ছবিটি সাতটি শাখায় পুরস্কার পেয়েছে। এ ছাড়া ব্লু জেসমিন-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ব্ল্যানচেট। আর ডালাস বায়ার্স ক্লাব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাথু ম্যাকনাহে।

chardike-ad

banner-12-years-a-slave_33800

সোমবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বরাবরের মতোই জমকালো আয়োজনে ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন এলেন ডিজেনার্স। সারা বিশ্বের ২০০ কোটি মানুষ টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানটি দেখেন।

উল্লেখ্য, ১৯২৯ সালে প্রথম এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। ১৯৫৩ সাল থেকে টিভিতে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে।