Search
Close this search box.
Search
Close this search box.

ইপিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সিউল, ১০ এপ্রিল ২০১৪:

বহুল আকাঙ্ক্ষিত কোরিয়ায় কর্মী নিয়োগের পরীক্ষা “ইপিএস টপিক ও স্কিল টেস্ট” এর তারিখ ঘোষণা করেছে এইচআরডি কোরিয়া। এপ্রিলের ৩০ তারিখ বাংলাদেশের জন্য ইপিএসের বিজ্ঞপ্তি প্রদান করা হবে। মে মাসের ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। বাংলাদেশী যেকোন নাগরিক মেশিন রিডেবল পাসপোর্ট দিয়ে ইপিএসের রেজিস্ট্রশন করতে পারবেন।

chardike-ad

eps

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার তরুণ কোরিয়ান ভাষা শিখে ইপিএস টপিকের জন্য অপেক্ষা করছে। ইপিএস প্রার্থীদের জন্য সুসংবাদ হলেও আগের পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে কোরিয়া যেতে না পারা তরুণদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। তারা মনে করছে নতুনভাবে পরীক্ষা হলে পূর্ববর্তীদের জন্য যে শেষ আশাটুকু ছিল তাও হয়তো নিভে যাবে। রোস্টারভুক্ত অপেক্ষায় থাকা কর্মীরা দ্রুত ভিসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে।

  • ইপিএস-টপিক পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হবে- ৩০ এপ্রিল।
  • রেজিস্ট্রেশন- ১৯-২২ মে।
  • পরীক্ষা- জুন-নভেম্বর।