Search
Close this search box.
Search
Close this search box.

এভারেস্টে মারাত্মক বরফ ধসে ১২ জনের প্রাণহানি

সিউল, ১৯ এপ্রিল ২০১৪:

এভারেস্ট পর্বতে শুক্রবার ভোরে বরফ ধসে অন্তত ১২ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই নেপালী শেরপা। পর্বতারোহণের মৌসুমকে সামনে রেখে এরা পর্বতের চূড়ায় কাজ করছিলেন। বিশ্বে সর্বোচ্চ পর্বতচূড়ায় একে সবচাইতে মারাত্মক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন কর্মকর্তা ও উদ্ধারকারীরা।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দিপেন্দ্র পদেল কাঠমান্ডুতে এএফপিকে বলেন, ‘আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। আরো কতজন বরফের নিচে রয়েছে তা জানি না।’

_73127637_73127632৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) উঁচুতে বেস ক্যাম্পে উদ্ধারকারী টিমের কর্মকর্তা লাকপা শেরপা এএফপিকে বলেছেন, মৃতের সংখ্যা ১৪ পর্যন্ত হতে পারে।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আং থেরিং শেরপা বলেন, স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে (গ্রিনিচমান সময় ০১০০টায়) ৫ হাজার ৮০০ মিটার (১৯,০০০ ফুট) উঁচুতে এ বরফ ধসের ঘটনা ঘটে। এলাকাটি ‘পপকর্ণ ফিল্ড’ হিসেবে পরিচিত। এটি বিপদসঙ্কুল খুম্বুতে যাওয়ার পথে অবস্থিত।

পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, পর্বতারোহীদের সকলেই নেপালী।

chardike-ad