Search
Close this search box.
Search
Close this search box.

দেশে সরকারী বিশ্ববিদ্যালয় ৩৬ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ৭৯টি

সিউল, ৯ এপ্রিল ২০১৪:

বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৬টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৯টি। গতকাল সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন এই তথ্য দেন। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১৩।

chardike-ad

DhakaUniversity1শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮ লক্ষ ৯০ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ১০১ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩২ হাজার ৭৪৬ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৯৩ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৬৫৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৫২১ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ১৭৪ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৯৫ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৭০৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৭৫২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৪৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৯৩ জন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৪৪৭ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৬৩৬ জন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২ লক্ষ ৮ হাজার ৬৫৯ জন ছাত্র-ছাত্রী রয়েছে।