Search
Close this search box.
Search
Close this search box.

আসছে ফেসবুক ফিচার ‘আমি একজন ভোটার’

সিউল, ২১ মে ২০১৪: 

ফেসবুকে আসছে নতুন ফিচার। এ ফিচারের নাম আমি একজন ভোটার বা ‘আই অ্যাম এ ভোটার।’ বিশ্বের সব দেশের নাগরিকের নিত্যদিনের যোগাযোগে ভূমিকা রাখা এবং গ্রাহকসংখ্যা বাড়াতে এ ফিচারের পরিকল্পনা নিয়েছে জনপ্রিয় এ সামাজিক মিডিয়া।

chardike-ad

আসছে সপ্তাহে অনুষ্ঠেয় ইউরোপিয়ান পার্লামেন্ট ও কলম্বিয়ার নির্বাচন এবং বছরের শেষে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সুইডেন, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড এবং ব্রাজিলের নির্বাচন সামনে রেখে তাদের এ পরিকল্পনা। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনেও এ ফিচার কাজে লাগাতে চায় ফেসবুক।

다운로드 (1)এ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ভোটসংক্রান্ত স্ট্যাটাস বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। তবে তারা কাকে ভোট দেবে, তা প্রকাশ করা হবে না। এ ফিচার চালুর পর ৪০ কোটিরও বেশি ব্যক্তি তাদের নিউজ ফিডে এ বার্তা পাবেন।

২০১২ সালের সায়েন্টিফিক নেচার জার্নালের তথ্য মতে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৩ লাখ ৪০ হাজার অতিরিক্ত ভোটার তাদের বন্ধুদের নিউজ ফিড দেখে উৎসাহিত হয়ে ভোট দিতে গেছেন।

২০১২ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামাকে পুনঃনির্বাচিত করতে ৯০ লাখেরও বেশি ব্যক্তি ফেসবুকে ‘আমি একজন ভোটার’ বাটনে ক্লিক করেন, যা তাদের অন্য অনলাইন বন্ধুদেরও ভোট দিতে উৎসাহ জুগিয়েছিল।

সম্প্রতি ভারতের নির্বাচনেও নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ৪০ লাখেরও বেশি ব্যক্তি ‘আমি একজন ভোটার’ বাটনে ক্লিক করেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।