Search
Close this search box.
Search
Close this search box.

তিস্তা চুক্তি স্বাক্ষরের বিষয়টি মোদি সক্রিয় বিবেচনা করবেন

সিউল, ২৮ মে ২০১৪:

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার নতুন সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনা এবং সীমান্ত চুক্তি বাস্তবায়ন করবে।

chardike-ad

ভারত সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী মঙ্গলবার হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার শিরীন শারমিন বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

1401188716তিনি আরো বলেন, উভয় দেশের স্বার্থে আমরা ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছি।

স্পিকার বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমার পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফর করার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেন, মোদি আন্তরিকতার সাথে আমন্ত্রণ গ্রহণ এবং বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম উপস্থিত ছিলেন।