Search
Close this search box.
Search
Close this search box.

অরাজনৈতিক কমিউনিটি দেখে খুব ভাল লেগেছে

সিউল, ৮ জুন ২০১৪:

কোরিয়ায় অরাজনৈতিক কমিউনিটি দেখে খুব ভাল লেগেছে। বিদেশে কোন দেশে গিয়ে যখন দেখি দলাদলি তখন ভাল লাগেনা। কোরিয়ায় এসে দেখলাম এখানে একটাই কমিউনিটি আছে যেখানে সবদলের লোকজন আছে। বলছিলেন বাংলাদেশ প্রখ্যাত শিল্পী সুবির নন্দী। আজ সিউলে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের সম্মানে বাংলাদেশ দূতাবাস এবং বিসিকে’র নৈশভোজে তিনি একথা বলেন।

chardike-ad

10169348_10202808947798625_5715015435816473783_nবাংলাদেশ থেকে আগত শিল্পীদলের টিম লিডার মোশারফ হোসাইন বলেন কোরিয়া থেকে আমরা ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। অসাধারণ একটা ট্যুর হয়েছে। সবাই অনেক ভাল। এই ট্যুর কখনোই ভুলব না।

নৈশভোজে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবীর সকল শিল্পীকে কোরিয়ায় আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিকে সভাপতি আবুবকর সিদ্দিক রানা।