Search
Close this search box.
Search
Close this search box.

আফগানিস্তানে বন্যায় ৫০ জনের বেশি লোকের মৃত্যু

৭ জুন ২০১৪:

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে কয়েকশ বাড়িঘর ভেসে গেছে ও কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শনিবার প্রাদেশিক গভর্নর মাহ্মুদ হাকমাল এএফপিকে বলেন, ‘বাঘলান প্রদেশের গুজারগড়-ই-নূর এলাকায় প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যায় অর্ধশতাধিক লোক প্রাণ হারিয়েছে।’

chardike-ad

_75368429_022059064-1

তিনি আরো বলেন, ‘আমরা ধবংসস্তুপের ভেতর থেকে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার করেছি। তবে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।’ তিনি বলেন, মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।গুজারগড়-ই-নূর এলাকার গভর্নর নূর মোহাম্মদ গুজার এএফপিকে জানান, প্রাকৃতিক এ দুর্যোগে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, ‘গতকালের বন্যায় চারটি গ্রাম ধবংস হয়েছে এবং দুই হাজার আবাসিক বাড়ি ভেসে গেছে। এছাড়াও এতে বহু আবাদী জমি তলিয়ে গেছে এবং কয়েক হাজার গবাদি পশু মারা গেছে।’ গত মাসে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি গ্রাম চাপা পড়লে অন্তত ৩০০ লোক প্রাণ হারায়। ২ মে’র ওই প্রাকৃতিক দুর্যোগটিতে পার্বত্যাঞ্চলীয় প্রদেশের আরগু এলাকার কয়েকশ পরিবার গৃহহীন হয়ে পড়ে। এলাকাটি তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত।