Search
Close this search box.
Search
Close this search box.

পদ্ম ফুলের বিশাল সমারোহ লোটাস থিম পার্কে

২৭ জুন ২০১৪:

দক্ষিণ কোরিয়ার লোটাস থিম পার্কটিকে পদ্ম ফুল গাছের এক বিশাল সমারোহ বলা যায়। কোরিয়াতে সাধারণত জুনের শেষের দিকে পদ্ম ফোটে। তাই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভাল সময় জুনের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত।

chardike-ad

10317732_10152434545247492_1124432220237956354_o

লোটাস থিম পার্কে পৌঁছানোর আগে খোয়াংগোকজি নামক স্থান অতিক্রম করতে হয় যেখানে একটি ২৩ মিটার চওড়া ও ১৮.৫ মিটার দীর্ঘ পুকুর আছে। এই পুকুরটি জোসন রাজবংশের রাজা সেজো’র শাসনামলে খনন করা হয়েছিল। এই পুকুরেও জুলাই মাসে পদ্ম ফুলের বাহার দেখা যায়। লোটাস থিম পার্কে পায়ে হাঁটার রাস্তা যেমন আছে তেমনি সাইকেল চালানোর রাস্তাও আছে।

directions 2

এই পার্কে পদ্ম ফুল দেখার সবচেয়ে ভাল সময় হল সকাল ৯ টা থেকে দুপুর ২ টা। কারণ এ সময় ফুলের পাপড়িগুলো নিজেদের অনেক বেশি মেলে ধরে।

লোটাস থিম পার্ক এর ঠিকানাঃ ২১৯ হাজুং দোং, শিহুং শি, খিয়ংগিদো।(219 한중 동, 시흥시, 경기도)

যেভাবে যাবেনঃ সাবওয়ে ১নং লাইনের বুচ্ছন স্টেশনের ২নং এক্সিট দিয়ে বের হয়ে ৬১ নম্বর বাসে চড়বেন। প্রায় ৪০ মিনিট পর দোংয়া এপার্টমেন্ট (동아아파트.성원아파트) বাস স্টপেজে নেমে দোংয়া এপার্টমেন্টের দিকে হাঁটলেই লোটাস থিম পার্কে পৌঁছে যাবেন।

directions 1