Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

২৫ জুন ২০১৪:

ভারতের বিহার রাজ্যের ছাপড়া জেলায় বুধবার সকালে নয়াদিল্লী-ডিব্রুগড় রুটে চলাচলকারী রাজধানী এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ৫ জনের প্রাণহানি ও ২০ জন আহত হয়েছে।

chardike-ad

image_140571গোল্ডেনগঞ্জ ও ছাপড়া কাচারি স্টেশনের মধ্যবর্তী সোনপুর-ছাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেললাইনের মুখপাত্র অনিল সাক্সেনা সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ট্রেনের ১২টি বগি ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি বলেন, লাইনচ্যুত ১২টি বগির মধ্যে চারটি বগির ও একটি প্যান্ট্রি কারের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত যাত্রীদের ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ছাপড়া ও সোনপুর থেকে মেডিকেল টিম ঘটনাস্থলে ছুটে আসে। একটি উদ্ধারকারী দলও সেখানে ছুটে যায়।

সোনপুর রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আরকে আগারওয়াল জানান, ট্রেনের চালক আকস্মিকভাবে ব্রেক করলে এ দুর্ঘটনা ঘটে।তিনি বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে একটি বিশেষ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে সমস্তিপুর বিভাগের মুজাফফরপুর-নারকাতিয়াগঞ্জ রেললাইনের চাকিয়া রেলস্টেশনের কাছে গত রাতে অপর এক দুর্ঘটনায় একটি পণ্যবাহী ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়।