Search
Close this search box.
Search
Close this search box.

হান নদীর তীরে সাতটি সুইমিংপুল খুলে দেওয়া হচ্ছে আজ

২৭ জুন ২০১৪:

আজ শুক্রবার থেকে হান নদীর তীরে সাতটি সুইমিংপুল খুলে দেওয়া হচ্ছে। আগামী দুইমাস সিউলের ব্যস্ত নাগরিকরা এই সুইমিংপুল ব্যবহারের সুযোগ পাবেন। হান নদীর তীরে সাতটি স্থানে সিউল মেট্রোপলিটন সিটি এই সুইমিং পুলগুলো চালাবে।

chardike-ad

swim_main

প্রতিবছর গ্রীষ্মে প্রায় ৫ লাখ মানুষ সুইমিং পুল ব্যবহার করে বলে জানিয়েছে সিউল সিটি কর্তৃপক্ষ। সিউলের যেকোন স্থান থেকে নাগরিকরা যাতে সহজে এই সুবিধা নিতে পারে সেজন্যে সুইমিংপুলগুলো সাবওয়ে স্টেশনগুলোর কাছাকাছি করা হয়েছে।

সকল সুইমিংপুল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশপত্র কিনতে হবে ৫হাজার উওন দিয়ে।

তুকসম সুইমিংপুল (한강뚝섬수영장)
যেভাবে যাবেন- সাবওয়ে ৭ নাম্বার লাইনের তুকসম পার্ক স্টেশনের (ttukseom park station) এক্সিট ২ অথবা ৩ এ নামতে হবে।

মাংউওন সুইমিংপুল (망원야외수영장)
যেভাবে যাবেন- সাবওয়ে ২ অথবা ৬ নাম্বার লাইনের হাপজং স্টেশনের (Hapjeong Station) এক্সিট ১ এ নেমে ১৬ নাম্বার বাসে যেতে হবে।

ইয়ইদো সুইমিংপুল (여의도수영장)
যেভাবে যাবেন- সাবওয়ে ৫ নাম্বার লাইনের ইয়ইনারো স্টেশনের (Yeouinaru Station) এক্সিট ২ অথবা ৩ নামতে হবে।

জামউওন সুইমিংপুল (잠원야외수영장)
যেভাবে যাবেন- সাবওয়ে ৩ নাম্বার লাইনের আপখুজং স্টেশনের (Apgujeong Station) এক্সিট ১ এ নেমে নদীর দিকে ১০ মিনিট হাটতে হবে।

জামশিল সুইমিংপুল (잠실수영장)
যেভাবে যাবেন- সাবওয়ে ২ নাম্বার লাইনের শিনছোন স্টেশনের (Sincheon Station) এক্সিট ৭ এ নেমে নদীর দিকে ১০ মিনিট হাটতে হবে।

খুয়াংনারু সুইমিংপুল (광나루야외수영장)
যেভাবে যাবেন- সাবওয়ে ২ নাম্বার লাইনের ছনো স্টেশনের (Cheonho Station) এক্সিট ১ এ নেমে নদীর দিকে ১০ মিনিট হাটতে হবে।