Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে তীব্র গরমে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮ সহস্রাধিক

summer_heat_japan
কড়া রোদে ঘামছে মানুষ, ছবিটি শুক্রবার জাপানের ওসাকা থেকে তোলা।

জাপানে তীব্র দাবদাহে এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসহনীয় গরমে অসুস্থ হয়ে রবিবার পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে আট হাজারেরও বেশী মানুষ। এদের প্রায় অর্ধেকেরই বয়স ৬৫ বা তদূর্ধ্ব বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর এপি’র।

জাপানে চলতি সপ্তাহে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস (৯৫ ডিগ্রী ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী টোকিও থেকে ৭৫ কিলোমিটার পশ্চিমের ওটসুকি শহরে।

chardike-ad

উল্লেখ্য, জাপানে সাম্প্রতিক বছরগুলোতে অবিশ্বাস্য দ্রুততায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গেলো বছর দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রী সেলসিয়াস ।