Search
Close this search box.
Search
Close this search box.

ভিয়েতনামে কারখানা স্থাপন করছে স্যামসাং ডিসপ্লে

৪ জুলাই ২০১৪:

ভিয়েতনামে কারখানা স্থাপনের অনুমোদন পেয়েছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাংয়ের সহযোগী প্রতিষ্ঠান স্যামসাং ডিসপ্লে। এজন্য তাদের খরচ ধরা হয়েছে ১০০ কোটি ডলার। গত সপ্তাহে এ তথ্য জানান কোম্পানিটির মুখপাত্র। খবর রয়টার্স।

chardike-ad

BN-DN537_0703sa_G_20140703034559স্যামসাং ডিসপ্লের মুখপাত্র জানান, আগামী বছরের যে কোনো সময় কারখানাটি থেকে উত্পাদন শুরুর পরিকল্পনা করছেন তারা। ভিয়েতনামের ব্যাক নিনহ্ প্রদেশে কারখানাটি স্থাপন করা হবে। এটি স্থাপিত হলে তা হবে ভিয়েতনামে স্যামসাং ডিসপ্লের প্রথম কোনো কারখানা। তবে ঠিক কোন ধরনের ডিসপ্লে কারখানাটিতে উত্পাদন করা হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি এর মোট সক্ষমতা সম্পর্কেও আলোকপাত করেননি ওই মুখপাত্র।

বিশ্লেষকদের মতে, উত্পাদন খরচ কমানো ও উদীয়মান দেশগুলোয় স্মার্টফোন বিক্রি বৃদ্ধির জন্যই ভিয়েতনামে নিজেদের কারখানা স্থাপন করছে স্যামসাং। কেননা কোম্পানিটির সামগ্রিক বিক্রি বাড়তে থাকলেও ক্রমাগত বাড়তির দিকে থাকা উত্পাদন খরচের কারণে ক্রমেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে শুরু করেছে তারা। এরই মধ্যে চীনা প্রতিদ্বন্দ্বী কোম্পানি হুয়াউইর সঙ্গে মধ্যম ও কম মূল্যের স্মার্টফোন বিক্রি নিয়ে বেশ প্রতিযোগিতায় রয়েছে স্যামসাং।

স্যামসাং ডিসপ্লের মুখপাত্র জানান, ভিয়েতনামে কারখানা স্থাপনের মাধ্যমে নিজেদের সক্ষমতার আরো উন্নতি করতে সক্ষম হবেন তারা। এরই মধ্যে দেশটিতে সেলফোন উত্পাদন করছে কোম্পানিটি। ফলে ডিসপ্লে উত্পাদনের বিষয়টি এ কাজে আরো সহায়তা করবে।

এইচআই ইনভেস্টমেন্টের বিশ্লেষক সং মিউং-সাব জানান, স্মার্টফোন প্রস্তুতির বিষয়টি বেশ শ্রমসাধ্য। এ কারণেই সামগ্রিক খরচ কমাতে বেশি মনোযোগী হচ্ছে স্যামসাং। এ ধারাবাহিকতায় ভিয়েতনামে নিজেদের কারখানা স্থাপন করতে যাচ্ছে তারা। গত জুনের হিসাবে বর্তমানে স্যামসাং ডিসপ্লের ৮৪ দশমিক ৮ শতাংশ মালিকানা নিয়ন্ত্রণ করছে স্যামসাং ইলেকট্রনিক। সূত্রঃ বণিকবার্তা।