Search
Close this search box.
Search
Close this search box.

আবার তাহসান-মিথিলা

তারকাদের ব্যাপারে দর্শক-শ্রোতার আগ্রহ থাকে বরাবরই। জায়া ও পতি— দুজনই যদি তারকা হন, তবে সে দম্পতিকে এক সঙ্গে দেখার চাহিদা থাকে অসামান্য। তাহসান-মিথিলার দাম্পত্য জীবনের রসায়নটিও সেজন্য পর্দায় দেখতে চান দর্শক। এই দেখা বিজ্ঞাপনে হোক আর নাটক-টেলিফিল্মে হোক, এক সঙ্গে তারকাদের পাওয়াই বড় কথা দর্শকের কাছে। অবশ্য এমন দেখা মেলে কালেভদ্রে এক-আধবার। তাই দর্শকমনে  ঘনীভূত হতে থাকে আরো দেখার আকাঙ্ক্ষা। এবার দর্শকদের তেমন একটি চাহিদার জবাব আসছে ছোট পর্দায়। বছরখানেক পর একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে এ তাহসান-মিথিলাকে। মেরিল বেবি লোশনের পর এবার মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডারের গুণাগুণ জানাতে হাজির হবেন এ যুগল। তাহসানের ভাষায়, ‘মনে হচ্ছে নিজেদের বিজ্ঞাপনের কাজ করলাম।’

download (4)অমিতাভ রেজার পরিচালনায় বিজ্ঞাপনটিতে তাদের সহশিল্পী থাকছে পাঁচ বছর বয়সী একটি শিশু। বিজ্ঞাপনের ক্ষেত্রে সবসময়ই একটি  ভালো চিত্রনাট্য ও পরিচালককে অগ্রাধিকার দেন তাহসান। তিনি বলেন, ‘ অফার এলেও হয়তো বিজ্ঞাপনের ধরন কিংবা পরিচালক দেখে সবার ডাকে সাড়া দিতে পারি না। তবে এ বিজ্ঞাপনের ক্ষেত্রে বলতে পারি, অমিতাভের কাজ মানেই সৃষ্টিশীল, ভিন্ন ধরনের কিছু। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বিজ্ঞাপনটির টুকিটাকি সবকিছুই আমার আর মিথিলার সঙ্গে আলাপ করে সাজানো হয়েছে। সে অর্থে বলা যায়, অনেকটা নিজেদের বিজ্ঞাপনের কাজ করলাম, এমনই বোধ হয়েছে।’ সম্প্রতি ঢাকার কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির চিত্রধারণ শেষ হয়েছে। আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে এটি প্রচার হবে।

chardike-ad

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প আগামী দিনগুলোয় আরো এগিয়ে যাবে বলে তাহসানের বিশ্বাস। তার মতে, যে কোনো দেশের তুলনায় এ শিল্প ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে। তাহসান বলেন, ‘বাংলাদেশে বিজ্ঞাপনের জন্য যে পরিমাণ বাজেট থাকে, তাতে এটি সমৃদ্ধ হতে বাধ্য। সংশ্লিষ্ট কোম্পানিগুলো একটি বিজ্ঞাপনের জন্য প্রায় অর্ধকোটি টাকা খরচ করতেও প্রস্তুত, তবে আমাদের নাটক বা টেলিফিল্মে এত অর্থ বরাদ্দ দেয়ার মতো কেউ নেই। হয়তো এ কারণেই বর্তমানে এত অনন্য বিজ্ঞাপন নির্মিত হচ্ছে।’

শুধু বিজ্ঞাপন দিয়ে দর্শকদের ফেরাবেন, এমন নয়। ‘আসছে ঈদে দুজন একসঙ্গে নাটকেও আসছি’— জানিয়ে রাখলেন তাহসান।