Search
Close this search box.
Search
Close this search box.

ইসরাইলি পণ্য বর্জনের হিড়িক

Israel-boycott-729-made-in-Israelফিলিস্তিনের উপর ইসরাইলি বর্বরতার কারণে এখন বিশ্বব্যাপী ইসরাইল বিরোধী নানা প্রচারণা চলছে। দেখা যাচ্ছে, মানুষ এখন ইসরাইলি সকল পণ্য বর্জন করতে শুরু করেছে। তবে আপনি কিভাবে বুঝবেন এটি ইসরাইলি পণ্য।

এটি বোঝার জন্যে একটি অ্যাপ রয়েছে। অ্যাপটির নাম ‘বায়কট’। এটির মাধ্যমে এখন চার লাখেরও বেশি মানুষ ইসরাইলি পণ্য বর্জন করেছেন। অ্যাপটি তৈরি করেছেন আইভ্যান প্রাডো। অ্যাপটি তৈরির পর ইসরাইলি পণ্য বর্জনের হিড়ির পড়ে গেছে রীতিমতো। স্মার্টফোনে অ্যাপটি ব্যবহার করে আপনি পণ্যের বারকোড দিলে অ্যাপটি বলে দিবে এটি ইসরাইলের পণ্য কি না। তাহলে আপনি সহজেই যেকোন পণ্য সম্পর্কে জানতে পারবেন এটি ইসরাইলি কোম্পানির কি না।

chardike-ad