Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা

দক্ষিণ কোরিয়ায় ২০১৩ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। কোরিয়া সরকারের এক নিয়মিত তথ্য বিবরণীতে এমনটা জানানো হয়েছে। ২৬ বছর আগে প্রথম সংক্রমণ সনাক্ত হওয়ার পর দেশটিতে এ পর্যন্ত ছয় হাজারের অধিক এইচআইভি পজিটিভ রোগী সনাক্ত করা হয়েছে।

Asia+Marks+World+AIDS+Day+jhVpc3_qn5Tlসরকার পরিচালিত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেসিডিসি) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ২০১৩ সালে দেশটিতে নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৪ জন যা পূর্ববর্তী বছরের তুলনায় ষোল শতাংশ বেশী। আক্রান্ত দেড় মধ্যে ১ হাজার ১৩ জন দক্ষিণ কোরিয়ান এবং ১০১ জন কোরিয়াতে বসবাসরত বিদেশী নাগরিক। প্রতিবেদনের তথ্য অনুসারে ২০১৩ সালে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩৯ জন যা ২০১২ সালে ছিল ১১০ জন।

chardike-ad

তবে রোগীর সংখ্যা ও মৃত্যুর হার উভয়ই বৃদ্ধি পেলেও কোরিয়া সরকার এইচআইভি প্রতিরোধে আর্থিক বরাদ্ধ কমিয়ে দেয়ার চিন্তাভাবনা করছে। কেসিডিসি বলছে চলতি বছর এই বরাদ্ধের পরিমান ছিল ১ হাজার কোটি উওন যা আগামী বছর কমে গিয়ে ৯শ’ ৫০ কোটি উওন হতে পারে।