Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়া এক্সচেঞ্জ প্রতিনিধি দলের ডিএসই পরিদর্শন

কোরিয়া স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)পরিদর্শন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা অফিস পরিদর্শন করেছিল এই প্রতিনিধি দল।

Korea-27জানা যায়, এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থা, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, বিধি-বিধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয় নিয়ে তারা ডিএসইর সাথে আলোচনা করেন।

chardike-ad

এসময় কোরিয়া এক্সচেঞ্জ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইমার্জিন মার্কেট ডেভেলপমেন্ট গ্লোবাল বিজনেস ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিভ ডেই-চুন কিম ও ম্যানেজার জিমিন ইয়ন।

আর ডিএসইর পক্ষ থেকে, ডিএসইর মহাব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) জীবন চন্দ্র দাস, মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) ছামিউল ইসলাম ও উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ। খবর অর্থসূচক।