Search
Close this search box.
Search
Close this search box.

টানা ১৩ মাস ঊর্ধ্বমুখী দক্ষিণ কোরিয়ার রিজার্ভ

টানা ১৩ মাস বৃদ্ধি অব্যাহত রেখে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ বছর ২০ বিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিনহুয়া।

709d3600-9649-40e4-b69c-4bf3450d1e7f_16x9_600x338ব্যাংক অব কোরিয়া (বিওকে) জানায়, জুলাইয়ে বৈদেশিক মুদ্রার সার্বিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৩৬৮ বিলিয়ন ডলার, যা এক মাস আগের তুলনায় ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার বেশি।

chardike-ad

গত বছরের জুলাই থেকে রিজার্ভের এ বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বছরের প্রথম সাত মাসে রিজার্ভের পরিমাণ বেড়েছে মোট ২১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। ২০১৩ সালের পুরো সময়ে রিজার্ভ বেড়েছিল ১৯ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। এর আগে ২০১১ সালের এপ্রিলে রিজার্ভের পরিমাণ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগের মুনাফার কারণে রিজার্ভ বাড়ছে। বন্ড বিনিয়োগে প্রাপ্ত সুদ আয়ের পাশাপাশি অন্যান্য বন্ড বিক্রির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে বেশকিছু মূলধনি মুনাফা জমা হয়েছে। মোট রিজার্ভের মধ্যে ৩৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার আছে সিকিউরিটিজ হিসেবে, আমানত ২১ দশমিক ৭২ বিলিয়ন, স্বর্ণ ৪ দশমিক ৭৯ বিলিয়ন এবং স্পেশাল ড্রয়িং রাইটস ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।  বণিকবার্তা।