Search
Close this search box.
Search
Close this search box.

ধর্মঘটে যাচ্ছে হিয়ন্দে’র কর্মীরা

আগামী শুক্রবারেই ধর্মঘটে যাচ্ছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিয়ন্দে মোটরসের কর্মীরা। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়ন জানিয়েছে ৪৭,২৬২জন ভোটারের মধ্যে ৩২,৯৩১জন অর্থাৎ প্রায় ৭০শতাংশ ভোটার ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছে।

শ্রমিক ইউনিয়নের সাথে হিয়ন্দে মালিক পক্ষের কয়েক দফা আলোচনার পরও সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ। দক্ষিণ কোরিয়ায় বছরের এ সময় শ্রমিকদের কর্মবিরতিতে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে বিক্রয়ের বিবেচনায় দেশটির সবচেয়ে বড় গাড়ি নির্মাতা হিয়ন্দের জন্য এ বছরটি কিছুটা ব্যতিক্রম। স্থানীয় মুদ্রা উওনের মান বৃদ্ধিতে এমনিতেই করপোরেট মুনাফা কমার আশঙ্কায় আছে কোম্পানিটি। এর ওপর উত্পাদন ও বিক্রি ব্যাহত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

chardike-ad
ধর্মঘটে যাওয়ার পক্ষে বিপক্ষে ভোটগ্রহণের পর গণনা চলছে
ধর্মঘটে যাওয়ার পক্ষে বিপক্ষে ভোটগ্রহণের পর গণনা চলছে

ইউনিয়ন মুখপাত্র হুয়াং কি তায় বলেন, ‘আমরা চাই কোম্পানি আমাদের দাবি মেনে নিক। নতুবা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।’ হুয়াং আরো জানান, আজ সোমবার ধর্মঘটের ধরন কেমন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউনিয়ন সদস্যরা। আইনত ইউনিয়নভুক্ত ৪৭ হাজার হুন্দাইকর্মীর সুযোগ আছে আগামী শুক্রবার থেকে কর্মবিরতিতে যাওয়ার।

গত বছর এমনই এক ধর্মঘটের কারণে হুন্দাই ও কিয়া মোটরস ৭৩ হাজার গাড়ি কম উত্পাদন করে।