Search
Close this search box.
Search
Close this search box.

নজরুলের স্ত্রী বিউটি কাউন্সিলর নির্বাচিত

7_92266নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় নিহত সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামের শূন্য ওয়ার্ডের উপনির্বাচনে জনতার রায় পেয়েছেন তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সিংহ প্রতীকে ৫ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন আপেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী পদ্ম ফুল প্রতীকে সংসদ সদস্য শামীম ওসমানের মামাতো শ্যালক মাসুম রানা পেয়েছেন ৬৮৬ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর বেসরকারি ভোটের ফলে এ তথ্য পাওয়া গেছে। বিকালে ভোট কেন্দ্র থেকে ফল ঘোষণার পরই এলাকায় বিউটির পক্ষে বিজয়োল্লাস শুরু হয়। এ সময় শোকে কাতর স্বামীহারা বিউটিকে কাঁদতে দেখা যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেলিনা ইসলাম বিউটি বলেন, আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে চাই। এ নির্বাচনে জনগণ নজরুলকে বিজয়ী করেছে। নজরুল সব সময় জনগণের জন্য কাজ করে গেছেন। তার প্রতিফলন হচ্ছে আজকে আমার বিজয়। আমি নজরুলের অসমাপ্ত কাজগুলো করতে চাই। নজরুলের স্বপ্ন ছিল ২নং ওয়ার্ডকে একটি মডেল হিসেবে গড়ে তোলার। আমি সে লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি। এ সময় মিজমিজিবাসীকে তিনি ধন্যবাদ জানান। আলোকিত বাংলাদেশ।

chardike-ad