Search
Close this search box.
Search
Close this search box.

প্রতি ১০ জনে ৪ জন কোরিয়ান নিরাপত্তাহীনতায় ভুগছেন

দক্ষিণ কোরিয়ার ৩৯ শতাংশ মানুষ বিদ্যমান সামাজিক প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন। কোরিয়া সরকারের এক সাম্প্রতিক সমীক্ষায় এমন চিত্রই বেরিয়ে এসেছে।

rsz_korean_safety_rszনিরাপত্তা ও জনপ্রশাসন বিষয় মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এই জরিপে গত বছরের শেষ ভাগে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা ছিল প্রতি ১০০ জনে ২৯.৫ জন যা চলতি বছরের প্রথম ভাগে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ‘নিরাপদ’ বোধ করা মানুষের শতকরা হার ২৮.৫ থেকে ২৩.৯-এ নেমে এসেছে।

chardike-ad

জরিপ প্রতিবেদন বলছে গত এপ্রিল এবং মে মাসে নিরাপত্তা শঙ্কা বেশ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এপ্রিলের ভয়াবহ ফেরী দুর্ঘটনায় ৩ শতাধিক প্রাণহানির ঘটনা এতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। সমীক্ষার তথ্য অনুসারে গত মার্চে কোরিয়ান সমাজকে ‘নিরাপদ’ মনে করতেন ৩২.৬ শতাংশ মানুষ। অথচ এপ্রিল এবং মে মাসে এই হার কমে হয়েছে যথাক্রমে ১৮.৫ ও ১৬ শতাংশ। তবে গত জুনে তা কিছুটা বৃদ্ধি পেয়ে ২০.১ শতাংশে উন্নীত হয়েছে।