Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশসহ চার দেশের নারী বিয়েতে সৌদি আরবে নিষেধাজ্ঞা!

saudi_marriageবাংলাদেশসহ চারটি দেশের অভিবাসী নারীদেরকে বিয়ে করার ক্ষেত্রে সৌদি আরবের পুরুষদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর দেশগুলো হচ্ছেঃ পাকিস্তান, মায়ানমার ও চাদ। বুধবার দেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে মক্কা ডেইলি ও সৌদি গেজেট নামের দুটি স্থানীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

মক্কা পুলিশের পরিচালক আসাফ আল কুরায়েশি গণমাধ্যমকে আরও জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য বিদেশিদের বিয়ে করতেও সরকারি অনুমতি প্রয়োজন হবে। এ ব্যাপারে কঠোর আইন প্রণয়ন হচ্ছে বলেই জানান ওই কর্মকর্তা।

chardike-ad

সৌদি পুরুষদের আরবের বাইরে বিয়ের বিষয়টি নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। তবে সৌদি সরকারের তরফে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই গনমাধ্যমে এমন খবর নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। বিশেষ করে চারটি দেশের নাম উল্লেখ করে দেয়ার বিষয়ে কোন ব্যাখ্যা এসব প্রতিবেদনে দেয়া হয় নি।

বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী ওই ৪টি দেশের প্রায় ৫ লাখ নারী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবে প্রায় ৯০ লাখ প্রবাসী শ্রমিক কর্মরত আছেন।