Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটেনে ইসরাইলি অস্ত্র কারখানা বন্ধ করল বিক্ষোভকারীরা

8fb3cba0d692110c3ea74f5d9c362141_XLব্রিটেনে ফিলিস্তিন সমর্থক একদল বিক্ষোভকারী ইসরাইলি মালিকানাধীন একটি ড্রোন ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বিক্ষোভকারীরা ওই কারখানার ছাদে উঠে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করার দাবিতে বক্তব্য ও শ্লোগান দেন।

দ্য লন্ডন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, তারা বার্মিংহামে অবস্থিত কারখানার দরোজায় শিকল লাগিয়ে দিয়েছে এবং তারা ছাদেই অবস্থান নেবে। ছাদে তারা একটি ব্যানার লাগিয়েছে। ওই ব্যানার সরানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

chardike-ad

এলবিটের ওই ফ্যাক্টরিটি ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র তৈরির কারখানা। এই ফ্যাক্টরি থেকে পাইলটবিহীন বিমান বা ড্রোনও রপ্তানি করা হয়।