Search
Close this search box.
Search
Close this search box.

যুদ্ধের শহর গাজায় জন্মাল অলৌকিক শিশু

গাজার দেইর আল বালাহ নামক এক শহরে ইসরাইলের বর্বরচিত হামলায় ২৩ বছর বয়সী এক মহিলার মৃত্যুর পর তার গর্ভ থেকে জন্ম নিল এক কন্যাশিশু। মায়ের মৃত্যুর পর গর্ভের সন্তান বেঁচে থাকার ঘটনাকে চিকিৎসকরাও বলছেন “অলৌকিক‍”৷

image_93030_0_88825জানা গেছে, নিরাপদ ভেবে ওই পরিবারের সদস্যরা একটি ছোট বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ইসরাইলের বিমান বাহিনীর ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র এসে বাড়িটি মুহূর্তের মধ্যে ধুলিস্মাৎ করে দেয়। হামলার পর ধ্বংসস্ত্তপের মধ্যেই ওই প্রসূতির মৃত্যু হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটিকে মৃত মায়ের গর্ভ থেকে বের করা হয়।

chardike-ad

একজন ফিলিস্তিনি ডাক্তার বলেন, এমন দৃশ্য দেখা সত্যিই বেদনার। একজন মায়ের সাথে শেষ হয়ে যাচ্ছিল তার ভিতরে তিল তিল করে বেড়ে ওঠা আরেক স্বত্ত্বা ৷ ঘটনার তিন ঘন্টার মধ্যে মৃত মায়ের গর্ভ থেকে বাচ্চাটিকে বের করা হয়। মায়ের মৃত্যুর সাথে সাথেই শিশুটির জীবন সংকটজনক হয়ে পড়ে ৷ শ্বাস নিতে কষ্ট হয় তার ৷ এখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তারেরা ৷সূত্র : ওয়েবসাইট