Search
Close this search box.
Search
Close this search box.

সর্বোচ্চ পারিশ্রমিক সাকিবের

সাকিব আল হাসানের দলবদল ইস্যুতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সিসিডিএম প্রধান পুরো বিষয়টি বিসিবির ঘাড়ে চাপালে এ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। গতকাল বৃহস্পতিবার বণিক বার্তাসহ বেশ কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে দলবদলের শেষ দিনে এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিষ্পত্তি করেন সাকিবের দল পরিবর্তন জটিলতা। বেলা ৩টায় বিসিবির কাছ থেকে এ সিদ্ধান্ত জানার পর সন্ধ্যায় সিসিডিএম কার্যালয়ে এসে গাজী ট্যাংক ক্রিকেটার্সে নাম লেখান সাকিব।

sakib-new_64238আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজের পছন্দসই দলে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব। গতকাল বেলা ৩টার দিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেন। সুজন বলেন, ‘সাকিব আজই (বৃহস্পতিবার) দলবদল করতে পারবে স্বাভাবিক নিয়মে। যেসব দল এখনো পুলের কোটা পূরণ করেনি, তারা তাকে দলে টানতে পারবে। এক্ষেত্রে সাকিব তার পছন্দসই দলে খেলার সুযোগ পাবে।’তবে সিসিডিএমের চেয়ারম্যান আ জ ম নাসির আগের দিন যে চুক্তি দেখিয়েছিলেন সে ব্যাপারে সুজন বলেন, ‘সিসিডিএম চেয়ারম্যান তার দিক থেকে সঠিক আছেন। তবে বিসিবি সভাপতি তার একক ক্ষমতাবলে সাকিবের দলবদলের প্রক্রিয়া সহজ করে দিয়েছেন, যাতে সে আজই দলবদল করতে পারে।’

chardike-ad

এমনকি এর আগ পর্যন্ত এ নিয়ে উদ্বেগে ছিলেন সাকিব ও তার ক্লাব সংশ্লিষ্টরা। কখন ও কীভাবে সংবাদটি পেলেন জানতে চাইলে সাকিব বণিক বার্তাকে বলেন, ‘আমি স্টেডিয়ামে অন্য কিছু কাজের জন্য গিয়েছিলাম। যখন ফিরছিলাম, তখন সিইও আমাকে কল করেন এবং জানান যে, সব ক্রিকেটার যেভাবে দলবদল করেছে সেভাবে আমিও দলবদল করতে পারব। আমি চাইলে আজকেই দলবদল করতে পারব।’আগে থেকেই আলোচনা সেরে রাখা গাজী ট্যাংক এর পর সাকিবকে চুক্তিবদ্ধ করতে খুব একটা সময় নেয়নি। সন্ধ্যায় ক্লাবের হয়ে নিজের অন্তর্ভুক্তি নিশ্চিত করা সাকিব ব্যক্ত করেন শিরোপা জয়ের আশাবাদ। তার ভাষায়, ‘গাজী ট্যাংকের সঙ্গে আগেই আলোচনা সম্পূর্ণ হয়েছিল। আসলে প্রথম টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া। আমরা যথাসাধ্য চেষ্টা করব। এই দলে সবার সাধ্য আছে ভালো খেলার। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। এখন আমাদের নামের প্রতি সুবিচার করতে হবে।’

গাজী ট্যাংকের তামিম ইকবালকে ছাপিয়ে এখন সাকিবই ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। গতকাল টাকার অঙ্ক না বললেও সেলফোনে এ তথ্য জানান গাজী ট্যাংকের কর্ণধার লুত্ফর রহমান বাদল। তিনি বলেন, ‘সাকিব দেশসেরা ক্রিকেটার। সে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবে, এটাই স্বাভাবিক। টাকার অঙ্কটা এখনই বলতে চাচ্ছি না, তবে এটুকু বলতে পারি, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছে সে।’গত কয়েক আসরে যখন যে দলের সঙ্গে ছিলেন, সে দলই জিতেছে লিগ শিরোপা। এ প্রসঙ্গে বাদলের ভাষ্য, ‘আসলে সবসময়ই আমি চ্যাম্পিয়ন দল গড়তে চাই। আর ক্রিকেটাররাও গত কয়েক বছর ভালোভাবে মাঠে পারফর্ম করছিল, তারই পুরস্কার শিরোপা।’