Search
Close this search box.
Search
Close this search box.

কেবি’র চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করেছে এফসিসি

দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান কেবি ফিন্যানশিয়াল গ্রুপের চেয়ারম্যান লিম ইয়ং রককে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিন্যানশিয়াল সুপারভাইসরি সার্ভিস (এফএসএস)। কুকমিন ব্যাংকের প্রাক্তন প্রধান নির্বাহী লি কুন হোর অভিযোগের ভিত্তিতে তাঁকে এ জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে শুক্রবার সকালে লিমকে তাঁর পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেয় এফএসএস।

এফএসএসের জিজ্ঞাসাবাদ শেষে ফিন্যানশিয়াল সার্ভিস কমিশনের দপ্তর ত্যাগ করছেন লিম
এফএসএসের জিজ্ঞাসাবাদ শেষে ফিন্যানশিয়াল সার্ভিস কমিশন কার্যালয় ত্যাগ করছেন লিম ইয়ং রক। ইয়নহাপ।

উল্লেখ্য, গত মে মাসে প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটিং সিস্টেম আইবিএম থেকে ইউনিক্সে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কেবির পরিচালনা পর্ষদ। মূলত চেয়ারম্যান লিমের ইচ্ছায়ই এমনটা করা হলেও প্রধান নির্বাহী লি কুন হো এবং প্রধান হিসাব নিরীক্ষক জুং বুং কি সিদ্ধান্ত চূড়ান্ত করার পদ্ধতিগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এফএসএসকে তা তদন্ত করে দেখার সুপারিশ করেন।

chardike-ad