Search
Close this search box.
Search
Close this search box.

চীনা পর্যটকদের কাছে সিউলের জনপ্রিয়তা বাড়ছে

chinese_tourists_at_seoul_duty_free_shop
সিউলের একটি ডিউটি ফ্রী শপে কেনাকাটায় ব্যস্ত চীনা পর্যটকরা। ছবিঃ জোসন ইলবো।

চীনা পর্যটকদের কাছে দর্শনীয় বিদেশী স্থানসমূহের মধ্যে সিউলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বেইজিং ইয়ুথ ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গত বছর চীনা পর্যটকদের প্রধান গন্তব্য ছিল কোরিয়া ও জাপান।

ওয়ার্ল্ড ট্যুরিসম সিটিস ফেডারেশনের বরাত দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়, সংস্থার ১২৬টি সদস্য শহরের মধ্যে চীনা পর্যটকরা সবচেয়ে বেশীবার ভ্রমণ করেছেন সিউল। তালিকায় উল্লেখযোগ্য অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে কোরিয়ার বুসান, খোয়াংজু ও জাপানের সাপোরো। চীনা পর্যটকদের পছন্দের স্থানসমূহের অধিকাংশই ছিল জনপ্রিয় বিভিন্ন টিভি নাটকের শুটিং স্পট।

chardike-ad

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ৯ কোটি ৮০ লক্ষ ২০ হাজার চীনা নাগরিক বাইরে ঘুরতে যান যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশী। চলতি বছর এ সংখ্যা সাড়ে ১১ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।