Search
Close this search box.
Search
Close this search box.

জনকল্যাণে ব্যয় বাড়াচ্ছে কোরিয়া সরকার

সামাজিক নিরাপত্তা সুদৃঢ় করার মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সরকার জনকল্যাণমূলক খাতে বরাদ্ধ আগামী বছর ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন স্যানুরি পার্টির তরফে বুধবার এ তথ্য জানানো হয়।

2014091109035286dfdস্যানুরি পার্টির একজন মুখপাত্র এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “অর্থনীতিতে চাঙা ভাব ফিরিয়ে আনার কাজে ধীর গতি সমাজের নিম্নআয়ের মানুষের জীবনধারণ কঠিন করে তুলেছে। এমতাবস্থায় আমরা ২০১৫ সালের জন্য জনকল্যাণমূলক বরাদ্ধ ১০ শতাংশ বাড়িয়ে ১ লক্ষ ১৮ হাজার কোটি থেকে ১ লক্ষ ২০ হাজার কোটি উওন করার সিদ্ধান্ত নিয়েছি।”

chardike-ad

সরকারের একজন কর্মকর্তা জানান সামাজিক নিরাপত্তা সুসংহত করার এ প্রক্রিয়ায় স্বাস্থ্য, জনকল্যাণ ও কর্মসংস্থান  খাতে সরকারি ব্যয় বৃদ্ধি করা হবে। একইসাথে শিক্ষা, আবাসন ও চিকিৎসা সেবাও সহজলভ্য করার চেষ্টা থাকবে।

এছাড়া কোরিয়া সরকার আসছে বছরে নিম্ন আয়ের মানুষের জন্য একটি ‘এনার্জি ভাউচার সিস্টেম’ চালুর চিন্তা করছে যার আওতায় কুপনের সাহায্যে তেল, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানী ক্রয় করা যাবে।