Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে অফিসিয়াল কাজে জিমেইল, ইয়াহু বন্ধ হচ্ছে

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অফিসিয়াল যোগাযোগ রক্ষায় জিমেইল ও ইয়াহুর ই-মেইল সেবা নিষিদ্ধ করছে ভারত। দেশটির ডিপার্টমেন্ট অব ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবনা এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খবর পিটিআই।

Yahoo-Gmailচলতি মাসের শেষ নাগাদ জিমেইল ও ইয়াহুর সেবা নিষিদ্ধের বিষয়ে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম পিটিআই। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সাইবার অপরাধ ও হ্যাকিংয়ের কারণে আগাম সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ই-মেইল সেবা সরকারি অফিসগুলোয় নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগ।

chardike-ad

সম্প্রতি জিমেইলের প্রায় ৫০ লাখ পাসওয়ার্ড অনলাইনে প্রকাশ করেছে হ্যাকাররা। গত সপ্তাহে রাশিয়ান বিটকয়েন ফোরামের ওয়েবসাইটে হাতিয়ে নেয়া পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকতে পারে।