Search
Close this search box.
Search
Close this search box.

‘ভিত্তিহীন’ ব্রিটিশ টিভি নাটক প্রচার না করার দাবী উ. কোরিয়ার

যুক্তরাজ্যের প্রচারিতব্য একটি টিভি নাটকে উত্তর কোরিয়ার নেতৃত্বকে ‘খাটো’ করার অভিযোগ তুলে সেটি প্রচার না করার জন্য ব্রিটেনের কাছে দাবী জানিয়েছে দেশটির সরকার। রবিবার উত্তর কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স কমিশনের (এনডিসি) এক বিবৃতিতে এ দাবী জানানো হয়।

'অপসিট নাম্বার' নাটকের একটি দৃশ্য
‘অপসিট নাম্বার’ নাটকের একটি দৃশ্য

বিবৃতি অনুসারে চ্যানেল ফোরের ‘অপসিট নাম্বার’ নামের ওই নাটকে দেখানো হবে যে একজন ব্রিটিশ পরমাণু গবেষককে বন্দী করে তাঁকে দিয়ে জোরপূর্বক পরমাণু অস্ত্র তৈরিতে বাধ্য করে উত্তর কোরিয়া। এটিকে ‘ডাহা মিথ্যাচার’ দাবী করে এনডিসির তরফে বলা হয়, “এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করে হয়েছে যে উত্তর কোরিয়ার এই আত্মরক্ষা সম্পদ ব্রিটিশ পরমাণু প্রযুক্তিকে অবৈধভাবে হস্তগত করে গড়ে তোলা হয়েছে।” বিবৃতিতে উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতাকে ‘অভাবনীয়’ বলে অভিহিত করা হয়।

chardike-ad

এর আগে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে হত্যার মিশনে নিয়ে নির্মিত মার্কিন চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’রও কড়া সমালোচনা করে পিয়ংইয়ং।