Search
Close this search box.
Search
Close this search box.

মঙ্গলের কক্ষপথে ভারতীয় উপগ্রহ

প্রথম প্রচেষ্টাতেই সফলভাবে মঙ্গলগ্রহের কক্ষপথে উপগ্রহ স্থাপন করে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। বুধবার সকালে ব্যাঙ্গালুরুর মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) অভিযান নিয়ন্ত্রণকেন্দ্র থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত কণ্ঠে এ ঘোষণা দিয়েছেন। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এ সাফল্য অর্জন করেছে ভারত। খবর বিবিসি, এনডিটিভির।

indina_mars_satellite

chardike-ad

মোদি তাঁর ঘোষণায় বলেন, ‘ভারত সফলভাবে মঙ্গলে পৌঁছেছে। সবাইকে অভিনন্দন। অভিনন্দন পুরো দেশকে। আজ ইতিহাস সৃষ্টি হয়েছে।’ মোদি উল্লেখ করেন, ‘প্রায়’অসম্ভবকে অর্জন করেছে ভারত। বিশ্বে ৫১টি অভিযানের মধ্যে মাত্র ২১টি সফল হয়েছে। সে ক্ষেত্রে ভারত প্রথমবারেই সফলতা পেয়েছে।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মাত্র ৪৫০ কোটি রুপি খরচ করে ছয় মাসের প্রচেষ্টায় মহাকাশযানটি তৈরি করেন ভারতীয় বিজ্ঞানীরা। ছয় মাস মঙ্গলকে প্রদক্ষিন করে তথ্য পাঠাবে এই যান।

এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ সফলভাবে মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে।

এক শুভেচ্ছাবার্তায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও’কে অভিনন্দন জানিয়েছে।