Search
Close this search box.
Search
Close this search box.

শ্রমিকদের জন্য নিরাপদ নয় অ্যাপলের চীনা কারখানা

শ্রমিকদের জন্য চীনে অবস্থিত অ্যাপলের কারখানা নিরাপদ নয়— এমনটাই দাবি করেছে শ্রমিক সংস্থা চায়না লেবার ওয়াচ ও গ্রিন আমেরিকা। কেচার টেকনোলজি নামের প্রতিষ্ঠানটি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের জন্য আইপ্যাড ও ম্যাকবুক তৈরি করে। কিন্তু প্রতিষ্ঠানটির কাজের পরিবেশ নিরাপদ নয় বলে দাবি করা হয়েছে এ দুই সংস্থার পক্ষ থেকে। খবর রয়টার্স।apple-book

গত সপ্তাহে কারখানাটি পরিদর্শন করে এ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরিদর্শন প্রতিবেদনে কারখানাটি শ্রমিকদের জন্য নিরাপদ নয় বলে দাবি করা হয়। প্রতিবেদনে জানানো হয়, কারখানাটির ফায়ার এক্সিট ও জানালার অবস্থা খুব ভালো নয়। এছাড়া কারখানাটির মেঝেতে নিয়মিতই পড়ছে জ্বলন্ত তরল অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম। আর এ উপাদানগুলোর ধোঁয়া শ্রমিকদের স্বাস্থ্যের জন্য মোটেই নিরাপদ নয়। এছাড়া এখানকার শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রশিক্ষণ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

chardike-ad

২০১৩ সালেও একই কারখানায় পরিদর্শনে আসে চায়না লেবার ওয়াচ। তখনকার পরিদর্শনেও একই অবস্থা পরিলক্ষিত হয় বলে জানান সংশ্লিষ্টরা। পরবর্তীতে এ নিয়ে অ্যাপলকে অভিযোগ করা হলে তারা জানায়, এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু সাম্প্রতিক পরিদর্শনে কারখানাটির আগের অবস্থার কোনো পরিবর্তন আসেনি বলে প্রতিবেদনে জানানো হয়। এ ব্যাপারে কেচার টেকনোলজির পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আর তারা এ বিষয়ে বিশদ তদন্ত করবে বলেও জানায়। বণিকবার্তা