Search
Close this search box.
Search
Close this search box.

হকিতে মর্যাদার ম্যাচ আজ

বাংলাদেশ-ওমান ম্যাচে মর্যাদার প্রশ্নটা বড় হয়ে উঠছে। এশিয়ান গেমস হকির লড়াইটা লাল-সবুজদের অস্তিত্ব রক্ষার মিশনও। পঞ্চম-ষষ্ঠ স্বপ্ন দেখানো দলটি এ ম্যাচ হারলে পাবে অষ্টম স্থান, জিতলে সপ্তম। ২০১০ সালের গুয়াংজু এশিয়াডে ১০ দেশের মধ্যে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। ইনছনে এক ধাপ উন্নতি করতে হলে আজ ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশ হকি দলকে।

17th_asiad২০১০ সালে গুয়াংজু এশিয়াডে ৫-৬ গোলে হারের পর ওমানের বিপক্ষে চার ম্যাচে তিনটি জয়— ২০১২ এএইচএফ কাপে (৬-৩ গোল), ২০১৩ সালে হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বে (৪-১ গোল) ও গেল মার্চে এশিয়ান গেমস বাছাইয়ে (৬-১ গোল)। একমাত্র হার ২০১৩ সালের আগস্টে এশিয়া কাপে, ২-৪ গোলে।

chardike-ad

চার সিনিয়র খেলোয়াড়ের কারণেই এশিয়া কাপের হার— এমন অভিযোগে ওই খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে হকি ফেডারেশন। মালোয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সে ম্যাচ বাদ দিলে নিকট অতীতের পারফরম্যান্সে আজ এগিয়ে থেকেই শুরু করছে বাংলাদেশ। যদিও র‍্যাঙ্কিং এ  বাংলাদেশের (৩০) চেয়ে আট ধাপ এগিয়ে ওমান (২২)।

বাংলাদেশ কোচ নাভিদ আলমের কাছে এ ম্যাচটা আলাদা তাৎপর্যের । পাকিস্তানের এ অলিম্পিয়ানের ১৫ মাসের বাংলাদেশ অধ্যায় যে শেষ হচ্ছে এ ম্যাচের মধ্য দিয়েই। এ সময়ের মধ্যে বাংলাদেশ দল এশিয়া কাপ, এশিয়ান গেমস বাছাই ও হকি ওয়ার্ল্ড লিগ খেলেছে। প্রথমটি ছিল রীতিমতো দুঃস্বপ্নের। পরের দুই আসরে লাল-সবুজরা চ্যাম্পিয়ন হয়েছে বটে, তবে দলটির খেলায় সন্তুষ্ট হতে পারেননি হকিসংশ্লিষ্টরা।

ইনছন এশিয়ান গেমসেও সে ধারা অব্যাহত আছে। জাপানের কাছে ০-৮ গোলে হার দিয়ে মিশন শুরুর পর মালয়েশিয়ার কাছে হার ১-৫ গোলে। মাঝে সিঙ্গাপুরের বিপক্ষে সান্ত্বনার ২-১ গোলের একমাত্র জয়ে বেশ বেগ পেতে হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হার ০-৭ গোলে।

ফলে পাঁচ দেশ নিয়ে গঠিত ‘এ’ গ্রুপে চতুর্থ স্থান পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের চতুর্থ স্থানে থাকা ওমানের বিপক্ষে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শেষ করবে বাংলাদেশ। নাভিদ আলমের তত্ত্বাবধানে খেলা তিনটি প্রতিযোগিতার নৈপুণ্য বিবেচনায় নিয়ে এ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর অলিখিত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ান গেমস পর্যন্ত চুক্তি ছিল এ কোচের সঙ্গে।

নাভিদ আলমের উত্তরসূরি হিসেবে ইউরোপিয়ান কোচের দিকে হাত বাড়াচ্ছে বাংলাদেশ। সম্ভাব্য তালিকায় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের কোচরাও আছেন। এশিয়ান গেমস শেষে ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশন কর্মকর্তারা। বণিকবার্তা।