Search
Close this search box.
Search
Close this search box.

৩১ মাস পর বাণিজ্য উদ্বৃত্তে দক্ষিণ কোরিয়া

কোরিয়া কাস্টমস সার্ভিসের তথ্যানুযায়ী, ২০১২ সালের ফেব্রুয়ারির পর চলতি বছরের আগস্টে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে। আগস্টে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। খবর সিনহুয়া।

korea-customs-service01গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে রফতানি দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪৬ দশমিক ২৩ বিলিয়ন ডলারে। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে কর্মদিবস কম থাকায় রফতানি আংশিক কমেছে। তবে দৈনিক গড় রফতানি আগের বছরের তুলনায় বেড়েছে।

chardike-ad

স্মার্টফোনসহ টেলিকমিউনিকেশন ডিভাইসের চালান গত মাসে বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। কয়েকটি গাড়ি নির্মাণ কারখানায় শ্রমিক ধর্মঘটের কারণে অটোমোবাইল ও অটোপার্টসের রফতানি কমেছে যথাক্রমে ১৮ দশমিক ২ ও ৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে কনজিউমার ইলেকট্রনিকসের চালান কমেছে ২৩ শতাংশ।

বার্ষিক হিসাবে চলতি বছরের আগস্টে আমদানি ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। সূত্রঃ বণিকবার্তা।