Search
Close this search box.
Search
Close this search box.

আইএস ইস্যুতে তুরস্কে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯

turkeyসিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখলে রাখা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তুরস্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

এ বিক্ষোভে সরকারি বাহিনীর টিয়ারশেল ও রাবার বুলেটে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন এবং শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

chardike-ad

তুরস্কের প্রেসিডেন্ট রোসেফ তাইয়েপ এরদোগান সতর্ক করে মঙ্গলবার বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত গুরুত্বপূর্ণ শহর কোবানি আইএস যোদ্ধাদের হাতে চলে গেছে। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সেখানে ব্যর্থ হয়েছে।

তার এ বক্তব্যের পর মঙ্গলবার রাতে তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ এ বিক্ষোভ দমনে জলকমান ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পুলিশের ওপর চড়াও হলে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়। শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।