Search
Close this search box.
Search
Close this search box.

বার্সায় আবারও মেসি-নেইমারের উৎসব

messi-neymar

মেসি-নেইমারের নৈপুন্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা। গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যূতে মেসি ও নেইমারের গোলে আয়াক্স আমস্টার্ডামকে ৩-১ হারিয়েছে লুইস এনরিকের শীষ্যরা। অপর গোলটি করেন বদলি খেলোয়াড় সান্দ্রো।

chardike-ad

খেলা শুরুর ৮ মিনিটের মাথায় নেইমারের গোলে এগিয়ে যায় বার্সা। ডি বক্সের ভিতরে অনেকটা উন্মুক্ত থাকা নেইমারের উদ্দেশে বল বাড়িয়ে দেন মেসি। একে আড়াআড়িভাবে জালে জড়ান নেইমার। চলতি মৌসুমে ১০ ম্যাচে ১০টি গোল করলেন নেইমার; এর ৫টিতেই অবদান রেখেছেন মেসি।

২৪ মিনিটের মাথায় আবারও অতিথিদের জালে বল জড়ায় বার্সা। আন্দ্রেস ইনিয়েস্তার পাস ডি বক্সের ভেতর দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েই দ্রুত জালে জড়ান মেসি।

২৯ মিটিনে মেসি আবারও দারুণ পাস দিয়েছিলেন নেইমারকে। নেইমার ছেড়ে দেওয়া বলটি পান পেদ্রো। তবে তার কোনাকুনি শটে বলটি গোলপোস্টে লেগে ফিরে যায়। ৩৯ মিনিটে পায়ের জাদু দেখিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ইনিয়েস্তা। তবে গোলরক্ষকের দক্ষতায় রক্ষা পায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধ শুরুতেই নেইমারের কাছ থেকে পাওয়া বল কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। একটু পর পেদ্রোর শট গোলরক্ষক ঠিকমতো ঠেকাতে না পারায় বল জালে জড়ান মেসি। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়।

৫১ মিনিটে আবারও ডি-বক্সে ঝড় তুলেন মেসি।

৬০ মিনিটের মাথায় নেইমারকে এবং এর কিছুক্ষণ পর মেসি, ইনিয়েস্তাকে বিশ্রামের সুযোগ দেন কোচ লুইস এনরিকে।

এরপর আয়াক্সের গোলমুখে ভীতি ছড়াতে পারেনি বার্সা। বিপরীতে ৮৮ মিনিটে গোল হজম করে লুইস এনরিকের শীষ্যরা।

যোগ করা সময়ে অতিথিদের জালে আবারও বল জড়ান নেইমারের বদলি হিসেবে নামা সান্দ্রো।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে দুটি জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তৃতীয় স্থানে থাকা আয়াক্সের পয়েন্ট ২। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে আপোয়েল।

সূত্র: দ্যা গার্ডিয়ান