Search
Close this search box.
Search
Close this search box.

কৃত্রিম পায়ে কুকুর

vets-dog
কৃত্রিম পা নিয়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছে ‘তারা’ নামের কুকুর।

চার পায়েই গ্যাংগ্রিনের মতো পচন রোগ ধরছিল তারার। কোনো ভাবেই হাঁটতে পারছিল না, পারছিল না ঠিকমতো দাঁড়াতে। পড়েছিল রোমানিয়ায় একটি হাসপাতালের বারান্দায়। সেখান থেকে তাকে তুলে হাসপাতালে ভর্তি করেন ব্রিটিশ নারী কেলি হ্যার। তিনি ‘তারা’ নামের ওই কুকুরকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। তাকে ভর্তি করেন হাসপাতালে।

গ্যাংগ্রিন সারাতে তার সামনের দুই পা কেটে ফেলেন ডাক্তাররা। কিন্তু তৈরি হয় নতুন সমস্যার। জীবন ফিরে পেলেও তারার ছিল হাঁটতে মানা, খেলতে মানা, দৌঁড়াতে মানা।

chardike-ad

এরপর এক ব্রিটিশ দাতব্য সংস্থার সহায়তায় ‘তারা’ ফিরে পায় নতুন পা।  কৃত্রিম পা নিয়ে কেলি হ্যারের সাথে এখন দিব্যি খেলে বেড়াচ্ছে সে। খবর ডেইলি মেইল।