Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়াতে আটক তিন জেলেকে ফেরত চায় চীন

chinese fishermenসম্প্রতি দক্ষিণ কোরিয়ার নৌ সীমান্তে অবৈধভাবে মাছ ধরার দায়ে তিনজন চীনা জেলেকে আটক করেছে দেশটির কোস্টগার্ড। আটককৃত জেলেদেরকে অবিলম্বে ফেরত চেয়েছে চীন।

কোরিয়া কোস্টগার্ডের ভাষ্যমতে একাধিক চায়নিজ জেলে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় তাদের কাছে ছিল ধারালো অস্ত্র। চীনা নাগরিকদের সতর্ক করার জন্য কোস্টগার্ড ফাকা গুলি ছোড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত গুলির আঘাতে একজন চীনা ক্যাপ্টেন নিহত হয়।

chardike-ad

আর এই ঘটনার ফলে বেজায় খেপেছে সদ্য অর্থনীতিতে প্রথম হওয়া চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রালয়ের এক মূখপাত্র বলেন “ দক্ষিণ কোরিয়া তাদের দেশের নাগরিকদের উপর আক্রমণের ক্ষেত্রে সকল রকম আইনকানুন ভংগ করেছে”। তিনি অবিলম্বে আটককৃত ঐ তিন জেলের মুক্তি দাবি করেছেন।

তবে দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক দাবি করেছেন এ ক্ষেত্রে তারা কোন আইন অমান্য করেননি। এমনকি সৃষ্ট এই পরিস্থিতির ফলে সিউল ও বেইজিং এর মধ্যে সম্পর্কের কোন অবনতি হবেনা বলেও আশা প্রকাশ করেছেন তিনি।