Search
Close this search box.
Search
Close this search box.

টাইগারদের সমীহ করছে জিম্বাবুয়ের কোচ

zimbabwe-coach

‘ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশ বেশ শক্ত ও কঠিন প্রতিপক্ষ। এখানে ভালো করতে হলে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ঘরের মাঠে বাংলাদেশ ‘টাইগার’। টাইগারের বিপক্ষে জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে।’- কথাগুলো বলছিলেন জিম্বাবুয়ের কোচ স্টিফেন মানগোঙ্গো।

chardike-ad

নির্দিষ্ট কোন খেলোয়াড় নয় গোটা টাইগার একদশকে নিয়ে চিন্তিত মানগোঙ্গো। মঙ্গলবার ফুতল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন জিম্বাবুয়ের কোচ।

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করলেও নিজ দলের উপর ভরসা রাখছেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। ছেলেরা যথেস্ট পরিশ্রম করেছে। আমাদের ফিটনেস লেভেলও চমৎকার। আশা করছি ভালো একটা ফলাফল আসবে।’

দলের স্পিনার নিয়ে স্টিফেন মানগোঙ্গো বলেন, ‘জিম্বাবুয়েতে সাধারণত আমরা পেস বোলারদের উপর নির্ভরশীল। তবে আমাদের একাধিক স্পিনারও রয়েছে। কিন্তু তারা বয়সে অনেক তরুণ। আপনারা জানেন রেমন্ড প্রাইস ও প্রসপার উতসেয়া আমাদের সেরা স্পিনার। কিন্তু এই সফরে তারা নেই। একই সঙ্গে গ্রেম ক্রেমারও অবসর নিয়েছে। এ জন্য আমাদেরকে পেস আক্রমণের উপর নির্ভর করতে হচ্ছে। আশা রাখছি ভালো করতে পারবো।’