Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় ফেরি ডুবির ছয় মাস পর লাশ উদ্ধার

_74270902_korea_ferry_624দ. কোরিয়ায় মর্মান্তিক ফেরি ডুবির ছয় মাস পর মঙ্গলবার একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। ডুবে যাওয়া ফেরিতে নারীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারে লাশটি পাওয়া যায়। গত ১৬ এপ্রিল ৬ হাজার ৮শ’ ২৫ টন ওজনের সিওল নামক ওই ফেরিটি ডুবে যায়। এতে প্রায় ৩শ’ জনের বেশি প্রাণ হারান। ফেরিতে মোট ৪শ’ ৭৬ জন আরোহীর মধ্যে ৩২৫ জন ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী। তাদের মধ্যে কেবল ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

দ. কোরিয়ার জিনদো দ্বীপ থেকে সংশ্লিষ্ট এক কর্মকর্তা টেলিফোনে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ফেরিতে মহিলাদের বিশ্রামাগারে একটি লাশ পাওয়া গেছে। লাশটি ফেরি থেকে বের করে আনতে চেষ্টা চলছে।

chardike-ad

এর আগে গত ১৮ জুলাই ওই ফেরি থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। এর প্রায় ১শ’ দিন পর মঙ্গলবার নতুন করে আরেকটি লাশ পাওয়া গেল। ফেরি ডুবির পর ১০ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। নতুন করে একটি লাশ খুঁজে পাওয়ার পর এখন নিখোঁজের সংখ্যা দাঁড়ালো ৯।