Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে দাফন হবে নিহত চার বাংলাদেশির লাশ

soudi-mapবুধবার মক্কায় জাবালে নূর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের লাশ সৌদি আরবে দাফন করা হবে। জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং ফজলে রাব্বি এ তথ্য জানান।

ফজলে রাব্বি বলেন, ‘ইতিমধ্যে আমরা নিহত পাঁচ বাংলাদেশির দেশের বাড়িতে ফোন করেছি, কথা বলেছি তাদের পরিবারের লোকদের সঙ্গে। চারজনের অভিভাবক লাশ পবিত্র ভূমি মক্কায় দাফনের সিদ্ধান্ত দিয়েছে। বাকি একজনের অভিভাবক লাশ দেশে নিবেন, না মক্কায় দাফন করবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। নিহতের অভিভাবক চাইলে আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব।’

chardike-ad

নিহত বাংলাদেশিদের পরিবার কোন ক্ষতিপূরণ পাবে কি না এমন প্রশ্নের জবাবে দূতাবাস কর্মকতা বলেন, ‘সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়েছে। এ ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।’

ওই দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে তারা দুজনই আশংকামুক্ত। খুব দ্রুত তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচজনসহ মোট সাতজন নিহত হন এবং দুই বাংলাদেশি গুরতর আহত হন। নিহত পাঁচ বাংলাদেশিই ছিলেন কক্সবাজার জেলার বাসিন্দা।

নিহতরা হলেন- কক্সবাজার সদরের ফরিদুল আলম (৪৫), কক্সবাজারের জালালাবাদের মো. আলম (৩৬), কক্সবাজার সদর ঈদগাহের মো. আইয়ুব (৩০), কক্সবাজার সদরের মনসুর আলম (৩০) ও কক্সবাজার সদর ঈদগাহের মো. ফরিদুল আলম (২৫)। নিহত বাকি দুইজন সৌদি আরবের নাগরিক।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অপর দিকে নিহতদের দেশের বাড়িতেও চলছে শোকের মাতম।